দেশি মুরগি পালনের প্রশিক্ষণ নিয়ে সাবলম্বী হয়েছেন খুলনা জেলার নারীরা, Polder
- 4 years ago
- 3644 Views
-
ReportNeed to report the video?Sign in to report inappropriate content..
মোবাইল ভিডিও টি তৈরী করেছে অপর্ণা রানী বাসুরাবাদ পানি ব্যাবস্থাপনা দলের সদস্য, BlueGold Polder 30, Khulna District Description :স্মার্ট ফোনের ভিডিও সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষকদের মাঝে পারস্পরিক শিক্ষাকে উৎসাহ দেয়া, কৃষকদের উদ্ভাবিত যে কোনো বিষয় অন্য অঞ্চলের কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য ''Accelerating Horizontal Learning In Bangladesh Polders'' প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছিল। ২৫ জন তরুণ কৃষক এবং BlueGold Project এর পানি ব্যবস্থাপনা দলের সমন্বয়ে গঠন করা হয়েছিল প্রতিটি দল। এরকম ১০টি(২৫০জন সদস্য) দলকে আলাদা আলাদা ভাবে ২ দিন ব্যাপী হাতে- কলমে মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও তৈরির প্রশিক্ষণ দেয়া হয়েছিল। প্রজেক্টটি অত্যন্ত সফল হয়েছিল, যা এলাকার কৃষি উন্নয়নে ভূমিকা রাখছে। দৃশ্য ধারণ, অডিও রেকর্ডিং, ইন্টারভিউ টেকনিক, স্ক্রিপ্ট রাইটিং, স্টোরি ডেভেলপমেন্ট, ডাইরেকশন সহ ভিডিও তৈরির প্রাথমিক ধারণা দেয়া হয় প্রশিক্ষণার্থীদের। ভিডিও তৈরী একটি টেকনিক্যাল বিষয় হলেও প্রশিক্ষনার্থীরা সেটি আয়ত্ত করে। প্রশিক্ষণ শেষ হওয়ার পরে তারা সবাই মোবাইল ফোন ব্যবহার করে নিজেরাই তাদের এলাকার সফল কৃষি বিষয়ক ভিডিও তৈরী করে, প্রতিটা দল থেকে তৈরী করা ভিডিও যাচাই বাছাই করে, প্রথম, দ্বিতীয়, এবং তৃতীয় নির্ধারণ করা হয়। তাদের প্রত্যেককেই স্মার্ট ফোন পুরস্কার হিসাবে দেয়া হয়। এখন তারা নিয়মিত তাদের এলাকার কৃষি বিষয় ভিডিও ধারণ করে। Facebook এ একটি Group (উপকূল চিত্র Polder WMG Sharing প্লাটফর্ম) তৈরী করা হয়েছে। তাদের মধ্যে কৃষি বিষয়ক ভিডিও তৈরির আগ্রহ তৈরী হয়েছে , যেটা এখনো চলমান আছে। Group এ তারা নিয়মিত তাদের ভিডিও পোস্ট করে। এই রকম একটা ট্রেনিং করতে পেরে তারা সবাই খুব আনন্দিত।
Login or Signup to post comments